ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় ছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৪, ৪ জানুয়ারি ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আলিফ (৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১০টার দিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা নতুন পাড়ার ফার্নিচার মিস্ত্রি জিয়াউর রহমানের ছেলে এবং স্থানীয় দারুল আহকাম নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিফ পাউরুটি কিনে বাড়ি ফিরছিল। ওই সময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলার মোড়ে কার্পাসডাঙ্গাগামী দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন আলিফকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি আটক করে থানায় নেয়া হয়েছে। নিহত আলিফের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
 
আবেদনের প্রেক্ষিতে আলিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি