ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারত থেকে দেশে ফিরল আরও ৪ নারী

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা 

প্রকাশিত : ০৮:৫৯, ৫ জানুয়ারি ২০২১

বেনাপলের পর এবার সাতক্ষীরা কলারোয়ায় সীমান্তে পতাকা বৈঠকে আরও ৪ নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় বিএসএফ। ওই নারীরা অবৈধভাবে ভারতে প্রবেশকালে টহলরত বিএসএফ সদস্য কর্তৃক আটক হয়েছিলেন। পরে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে হস্তান্তর করে। 

সোমবার (৪ জানুয়ারি) সকালে কাকডাঙ্গা বিওপির হাবিলদার নাছিরুল ইসলাম জানান, ‘রোববার সন্ধ্যার দিকে ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এর এর ৭ আরবির সন্নিকটে এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই ৪ নারীকে হস্তান্তর করে বিএসএফ।’

তারা হলেন, ফদিরপুরের সালথা থানার ইসুবাদিয়া এলাকার মৃত সহিদ শেখের মেয়ে আন্না খাতুন ওরফে বেলা খাতুন (৫৫), যশোরের ঝিকরগাছার ইসতি গ্রামের শেখ হায়দার আলীর মেয়ে সুমাইয়া খাতুন (২৬), কেশবপুরের ভাদড়া গ্রামের খলিল মোড়লের মেয়ে মারুফা মোড়ল (১৯) ও কলারোয়ার দেয়াড়া গ্রামের মৃত হোসেন আলী গাজীর মেয়ে শেখ হালিমা (৫০)।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর জানান, ‘ওই সকল নারীদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে একটি মামলা নং ৯(১) ২১ দায়ের করেছে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি