ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহার- নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ৫ জানুয়ারি ২০২১

ঢাকার দোহার উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলভী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই এলাকায় এ ঘটনা ঘটে। আলভী স্থানীয় বাসিন্দা আল আমিনের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে আলভী বাড়ির উঠানে খেলা করছিল। এক সময় নিখোঁজ হয় আলভী। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আল-আমিন তাকে মৃত ঘোষণা করেন।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি