ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২২:০৪, ৫ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাকচাপায় আব্দুল খালেক নামে (২৫) মোটরসাইকেল আরোহী নিহত এবং সাইফুল ইসলাম (৪০) নামে তার ভগ্নিপতি আহত হয়েছে। নিহত খালেক জেলার সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং আহত সাইফুল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের মৃত আজাহার তালুকদারের ছেলে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ পুনর্বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, সয়দাবাদ পুনর্বাসন এলাকার আঞ্চলিক সড়ক থেকে মোটরসাইকেলটি মহাসড়কে ওঠার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে আরোহী খালেক ও সাইফুল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকায় পাঠানো হয়েছে। 

জনতার সহায়তায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে।  

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি