ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নরসিংদীর সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন (ভিডিও)

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ৬ জানুয়ারি ২০২১

দীর্ঘদিন ধরে সংস্কার নেই নরসিংদীর নারায়ণপুর-বটিবন্দ-দুলালকান্দি সড়কের। খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘে্যর নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর-বটিবন্দ-দুলালকান্দির এই আঞ্চলিক সড়ক। নারায়ণপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী সল্লাবাদ ইউনিয়ন ও আশেপাশের এলাকার হাজারো জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ ১২ ফিট এই সড়কটি নির্মাণ করা হয় ২০০০ সালে।

স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে দৈনিক ২০ হাজার থেকে ৩০ হাজার লোক যাতায়াত করে। অটোরিক্সা, সিএনজি, রিক্সা এবং ইটের গাড়িসহ গড়ে ৪ থেকে ৫শ’ গাড়ি আসা-যাওয়া করে। আমরা সরকারের কাছে ভাত-কাপড় চাই না, রাস্তাটি ভাল করলে আমরা কাজ করে খেতে পারবো।

নির্মাণের কয়েক বছর পরই সড়কের বেশিরভাগ অংশের পিচ উঠে সৃষ্ট বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাধ্য হয়ে ১২ কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর।

ভুক্তভোগীরা জানান, একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করে যেতে পারে না। প্রতিদিনই একটা না একটা গাড়ি উঠে পড়ে। এই সমস্যার কারণে প্রায় ১২ কিলোমিটার ঘুরে নারায়ণপুর যেতে হয়।

চলতি অর্থ বছরে সড়কটি সংস্কারের আসার বানী শোনালেন সড়ক ও জনপথ বিভাগ। 

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, এ বছর প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এই সড়কটি মেরামত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। আশা করা যায়, আগামী এক দুই মাসের মধ্যে প্রথম দুই কিলোমিটার সড়ক মেরামত করে দিতে সক্ষম হবো।

বেলাব উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করার পাশাপাশি প্রশস্তকরণের দাবি এলাকাবাসীর।
ভিডিও :

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি