ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীন

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৭, ৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বরিশালে মুলাদীতে শারীরিক ও মানসিক প্রদিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় মো. শরীফুল ইসলাম হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। 

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন একমাত্র আসামি শরীফুল। 

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নাজমা আক্তার বলেন,  ‘২০২১ সালের ২৬ এপ্রিল প্রতিবন্ধী ওই নারীকে দুপুরে  বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে শরীফুল। এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর মা মুলাদী থানায় শরীফুলকে আসামি করে পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ও বছরের জুলাই মাসে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহণ করে আজ এই রায় দেন।’

রায় প্রদানকালে উপস্থিত মামলার বাদী বলেন, ‘তিনি এই রায়ে সংক্ষুব্ধ। শরীফুলের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে আপিল করব।’

আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘যাবজ্জীন সশ্রম কারাদণ্ডের রায়ে প্রমাণিত হলো অপরাধ করে কেউ পার পাবে না।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি