ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ধামইরহাটে বার্ষিক ক্যাম্পিংয়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

ধামইরহাট সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৪৪, ৬ জানুয়ারি ২০২১

নওগাঁর ধামইরহাটের বার্ষিক ক্যাম্পিংয়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ঐতিহাসিক আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গণপতি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, জয়পুরহাটের বিশিষ্ট বাটমিন্টন খেলোয়াড় ইয়াছিন আলী সাজু, মাহীব রেজা, শতাব্দী হেমরম জ্যোতি। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সাংবাদিক হারুন আল রশীদ, মাসুদ সরকার, প্রভাষক আবু হানিফ, সাবুবুর রহমান সাবু প্রমুখ। 

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি