ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শরণখোলায় ৫৩২ পিস ইয়াবাসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৪, ৬ জানুয়ারি ২০২১ | আপডেট: ২২:০৪, ৬ জানুয়ারি ২০২১

বাগেরহাটের শরণখোলায় ৫৩২ পিস ইয়াবাসহ মোঃ খোকন তালুকদার (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার শরীর ও ঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫'শ ৩২ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক মোঃ খোকন তালুকদার উত্তর কদমতলা গ্রামের শাহজাহান হোসেন তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা বলেন- মোঃ খোকন তালুকদার দীর্ঘদিন ধরে মাদকের কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মোঃ খোকন তালুকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা তাকে শরণখোলা থানায় হস্তান্তর করেছি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি