ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০, ৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি শামীম ওরফে সমীর (৩০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত সমীর ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্র নাথের ছেলে। 

বুধবার (৬ জানুয়ারি) সকালে কারা অভ্যন্তরে গোসল করতে গিয়ে তিনি মারা যান। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান জানান, ‘সমীর রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরপর পুলিশ তাকে আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২০১৯ সালের ৬ মার্চ সমীরকে একবছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এরপর থেকে তিনি ফেনি কারাগারে ছিলেন। ২০২০ সালের মার্চ মাসে সমীরকে ফেনি কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’

জেলর তুহিন আরও জানান, ‘সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে তিনবার চিঠি দেয়া হয়। কিন্তু কোনো সাড়া না মেলায় সে কারাগারে বন্দি ছিল। বুধবার সকালে তিনি গোসল করতে গেলে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, ‘সমীরকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি