ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ব্যাংক চত্বরেই খোয়া গেল ৪ লাখ টাকা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৯, ৭ জানুয়ারি ২০২১

সোনালী ব্যাংক নড়াইলের প্রধান শাখা চত্বর থেকে (নড়াইল চৌরাস্তা) চার লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে এ অভিযোগ করেন কামরুল ইসলাম নামে শহরের ভওয়াখালী এলাকার এক ব্যবসায়ী।

ভূক্তভোগী কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাগে করে চার লাখ টাকা নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন তিনি। সঙ্গী ছিলেন তার এক ভাই। ব্যাংক চত্বরে পৌঁছে কামরুল মোটরাইকেলের পাশে দাঁড়িয়ে ছিলেন। আর মোটরাইকেলের হ্যান্ডেলে বাজারের ব্যাগে ওই চার লাখ টাকা ঝোলানো ছিল। এ সময় আরও কিছু টাকা তুলতে কামরুলের ভাই ব্যাংকের ভেতরে যান। হঠাৎ করে অপরিচিত এক ব্যক্তি এসে পেছন থেকে কামরুলকে ডাক দেন। অপরিচিত ওই ব্যক্তির সঙ্গে প্রায় দু’মিনিট কথা বলেন কামরুল। এরপর ওই ব্যক্তি চলে গেলে মোটরসাইকেলের দিকে তাকিয়ে দেখেন টাকার ব্যাগ নেই। 

টাকাগুলো ব্যবসায়িক কাজের জন্য তিনি বাড়ি থেকে এনেছিলেন উল্লেখ করে হতাশায় ভেঙ্গে পড়েন কামরুল ইসলাম।

এ ব্যাপারে সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক আবু সেলিম বলেন, টাকা খোয়া যাওয়ার বিষয়টি শুনেছি। তবে, ব্যাংকের সিসিটিভির ফুটেজে দৃশ্যটি ধরা পড়েনি।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, এ ঘটনায় ভূক্তভোগী ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্ত চলছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি