ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর ম্যুরালে ভাংচুর, রিমান্ডে নূর আলম

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ভাংচুর করার দায়ে গ্রেপ্তারকৃত নূর আলমকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছে চীফ জুডিশিয়াল আদালত। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান এ আবেদন মঞ্জুর করেন।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করার বিষয়টি খতিয়ে দেখতে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

তিনি বলেন, পহেলা জানুয়ারী বিকেলে উপজেলা শহরের থানা সড়কের পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে আঘাত করে নূর আলম। এতে ম্যুরালের একটা অংশ ভেঙ্গে যায়। এসময় স্থানীয়রা নূর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃত নূর আলম উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসান আলীর ছেলে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি