ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে পিকাপের ধাক্কায় ২ বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৪৫, ৮ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পিকাপের ধাক্কায় ভ্যান আরোহী ২ বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন। 

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাড়কোলা বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পাড়কোলা গ্রামের চান্দু শেখের স্ত্রী কাজলী বেগম (৬০), আনিস হোসেনের স্ত্রী সালেহা বেগম (৬১)। আহতরা হলেন, আনিস হোসেনের ছেলে, পুত্রবধূ ও নাতনী। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তারা সবাই পাড়কোলা মহল্লার বাসিন্দা।

শাহজাদপুর থানার ওসি শাহেদ মাহমুদ খান ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের বিভিন্ন খাবার হোটেলে প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৮টার দিকে কাজ করতে বের হন তারা। তাদের বহন করা অটোভ্যানটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাড়কোলা বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা পাবনাগামী একটি পিকআপ গাড়ী সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ২ নারী নিহত এবং তাদের আরও ৩ স্বজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি