ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে তক্ষকসহ যুবক আটক

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৮, ৮ জানুয়ারি ২০২১

নড়াইলে মূল্যবান ‘তক্ষক’ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নির্দেশক্রমে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে নড়াইলের নড়াগাতী থানার পুটিমারি গ্রাম থেকে ‘তক্ষক’টি উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে নড়াগাতী থানায় মামলা হয়েছে।

ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুটিমারি গ্রাম থেকে একটি তক্ষকসহ মোস্তফা শেখকে (৪০) আটক করা হয়। মোস্তফা পুটিমারি গ্রামের মমরেজ শেখের ছেলে।

মোস্তফা পুলিশকে জানান, প্রায় আট মাস আগে ঢাকা থেকে ৩০ হাজার টাকায় তক্ষকটি কিনে এনে বাড়িতে বড় করছিলেন তিনি। এখন যার মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন আটক মোস্তফা শেখ।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি