ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

প্রকাশিত : ১০:১৫, ৯ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৪৪, ১০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষ অনুর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা চাঁনমারী মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

ফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ৫ ইউকেটে আলমডাঙ্গা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার প্রমুখ। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি