ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৫, ৯ জানুয়ারি ২০২১

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। অবতরণের বিমানটির চাকা ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুরে সোয়া ৩টার দিকে শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ চলাকালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

রাজশাহী এয়ারপোর্ট থানার ওসি নুরুল আমিন জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নং-এস২ এএফকে উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরবর্তীতে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়। 

তিনি বলেন, বিমানটিতে গ্লাক্সি ফ্লাইং একাডেমির চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই চালক হিসেবে ছিলেন। এছাড়াও তার সাথে একজন প্রশিক্ষণার্থী রায়হান গফুরসহ দুইজন অবস্থান করছিলেন। তারা তিনজনই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি