ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে মেয়েদের মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৪, ৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে মেয়েদের মাসব্যাপী হকি প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
 
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন প্রমূখ।  প্রশিক্ষণে ৫০ জন নারী খেলোয়াড় অংশ নিচ্ছে। 

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হকি প্রতিযোগিতায় ঠাকুরগাঁওয়ের নারী হকি দল চ্যাম্পিয়ন হয়েছিল।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি