ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৭, ৯ জানুয়ারি ২০২১

জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ হারুনুর রশীদ টুটুল নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে  গোয়েন্দা পুলিশ। 
শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হারুনুর রশীদ টুটুল বগুড়ার সদর উপজেলার মালগ্রাম এলাকার আবু তাহেরের ছেলে। তিনি নিজেকে বিডি টু নিউজ ও জেটিভির বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন।

জয়পুহাটের গোয়েন্দা পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন  জানান, আটক হারুনুর রশীদ টুটুল বিডি টু নিউজ ও জেটিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বলে দাবি করে আসছেন।

সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করছে এক সাংবাদিক, এমন সংবাদের ভিত্তিতে বেড়াখাই এলাকায় অভিযান চালিয়ে তার সঙ্গে ব্যাগ থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি