ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪২, ৯ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জের সয়দাবাদে শীতার্ত অসহায় ৪ হাজার ১'শ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামের উদ্যোগে শনিবার বিকেলে সয়দাবাদ যমুনা ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবীবে মিল্লাত মুন্না। 

এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এমপি হাবীবে মিল্লাত মুন্না বলেন, জনপ্রতিনিধি হলে জনগণের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তবেই জনগণের প্রতিনিধির আদর্শতা বিকোশিত হয়। মনে রাখতে হবে জনগণ সকল ক্ষমতার উৎসব। যারা প্রকৃত অর্থে মানুষের কল্যাণ ও উন্নয়নে ভুমিকা রাখে সেই সব জনপ্রতিনিধির নাম জাতি স্মরণ রাখেন। যেমন স্মরণ রেখেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর উপস্থিত অতিথিরা কম্বলগুলো বিতরণ করেন।
কে আই//  


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি