ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পত্নীতলার ৩ প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা

ধামইরহাট সংবাদদাতা

প্রকাশিত : ২২:৩১, ৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং সরবরাহ করার অপরাধে ঝর্ণা বেকারীর ম্যানেজার আব্দুর রাজ্জাককে (৩৫) পঞ্চাশ হাজার টাকা, নিউ মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর ম্যানেজার মো. মোশারফ হোসনকে (৩০) চার হাজার টাকা এবং মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর ম্যানেজার মাঃ গিয়াস উদ্দিনকে (৫০) ২ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ফজলুল হক এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সানজিদা সুলতানা ওই অভিযান পরিচালনা করেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি