ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ১০ জানুয়ারি ২০২১

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে নুর হাকিম (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

আজ রোববার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএন-এর ইন্সপেক্টর মনির হোসেন জানান, ‘ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্য গোলাগুলির ঘটনায় একজন মারা গেছের, আহত হয়েছেন আরও ১০জন। আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।’

এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি