ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ধামইরহাটে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

ধামইরহাট সংবাদদাতা

প্রকাশিত : ১৬:১৭, ১০ জানুয়ারি ২০২১

নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূকে (৩২) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বাদল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত জগদল (ঘোনা পাড়া) নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

আসামি বাদল হোসেন একই এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার দিন সন্ধ্যায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাড়ির পাশের একটি মুদি দোকানে প্রয়োজনীয় জিনিস ক্রয় করার উদ্দেশে বের হন। এই সুযোগে সবার দৃষ্টির আড়ালে আসামি বাদল হোসেন ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। পরে গৃহবধূ ঘরে প্রবেশ করলে সেখানে একা পেয়ে ওই গৃহবধূকে জড়িয়ে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় গৃহবধূর চিৎকার শুনে তার স্বামী ও স্থানীয়রা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। পরে ওইদিন রাতে গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ ৯-০১-২১ইং।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মোন্নাফ জানান, মামলার প্রেক্ষিতে ধর্ষণ চেষ্টার অপরাধে আসামিকে আটক করে আজ রোববার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি