ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ধোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ১০ জানুয়ারি ২০২১

কুড়িগ্রাম ষ্টেশন ক্লাবে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ শুরু হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম। 

টুর্নামেন্টে মোট ৪০ জন প্রতিযোগী তিন ক্যাটাগরীতে অংশগ্রহণ করছেন। এক আনন্দ ঘন পরিবেশে ওইদিন সন্ধ্যায় উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্ধোধনী খেলায় অংশগ্রহণ করেন সাবেক সিনিয়র সহকারী জজ ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ আজিজুর রহমান দুলু এবং জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহজাহান আলী। অপর পক্ষে প্রভাষক মোঃ জহুরুল ইসলাম ও জনকণ্ঠের সাংবাদিক রাজু মোস্তাফিজ। খেলা পরিচালনা করেন কুড়িগ্রাম সরকারি কলেজের গ্রন্থাগারিক মোঃ সাইদুর রহমান।

নক আউট পদ্ধতির এই খেলায় জয়লাভ করেন জহুরুল ইলমাম ও রাজু মোস্তাফিজ। আগামী ২০ তারিখের মধ্যে তিন গ্রুপের প্রথম রাউণ্ডের খেলা শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি