ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৪, ১০ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় পৌর নির্বাচনে কাউন্সিলর পদে দুই প্রার্থীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ আটক করেছে ৩ জনকে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম ভুট্ট ও সাবেক কাউন্সিলর আবুল হাসেমের মধ্যে নির্বাচনী বক্তব্য দেয়াকে কেন্দ্র করে উভয় এর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন উভয় পক্ষের ৩ জনকে আটক করা হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি