গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ ৪ জনের মৃত্যু
প্রকাশিত : ০৮:৪৫, ১১ জানুয়ারি ২০২১ | আপডেট: ১২:৩৮, ১১ জানুয়ারি ২০২১
গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকায় কলোনীতে সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে কলোনীর ৪০টি ঘর। আজ সোমবার সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম জানান, আজ সকাল ৫টা ৫৫ মিনিটে কালামপুর এলাকার একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে কলোনির ৪০টি কক্ষ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক মহিলাসহ ৪ গার্মেন্টস কর্মী মারা যান।
নিহতরা হলেন- মুন্নি ও তার স্বামী মিলন, ফরহাদ ও আওয়াল। তাদের সবার বাড়ি গাইবান্ধায়।
তিনি জানান, ‘গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’
এআই//
আরও পড়ুন