ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাঙামাটিতে সেতু ভেঙে ট্রাক নদীতে, ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১২ জানুয়ারি ২০২১

রাঙামাটির সদর উপজেলার কতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এতে চালকসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে পড়ায় রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। 

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আরাফাত হোসেন (৪৫) ও জহুরুল ইসলাম (৪৭)।

কতোয়ালী থানার ওসি কাবির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে যায়। এতে ট্রাকে থাকা চালকসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালায়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি