ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাবনা টেকনিক্যাল স্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ১২ জানুয়ারি ২০২১

পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা বিশিষ্ট একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠান চত্বরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় ৭ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৮৪৯ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে। 

ভিত্তিপ্রস্তর ও দোয়া অনুষ্ঠানে পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান, আওয়ামী লীগ নেতা কামরুজজ্জামান রকিসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি