ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ১২ জানুয়ারি ২০২১

‘আমরা গড়বো রাজবাড়ী’ এই স্লোগানে রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের অসহায় দুঃস্থ শীতার্ত চারশ’ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

আলীপুর ইউনিয়নের আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

‘স্বপ্নের রাজবাড়ী’ সংগঠনের চেয়ারম্যান ও এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, রাজবাড়ী মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গির হোসেন ও হেদায়েত আলী সোহরাব প্রমুখ। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি