ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মোংলায় আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ১২ জানুয়ারি ২০২১

মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ২৩টি উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ প্রার্থী। আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুর ১২টায় স্থানীয় দলীয় কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান। 

ভোটে মেয়র নির্বাচিত হলে সুপেয় পানির ব্যবস্থা, বিভিন্ন ওয়ার্ডে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, শহর পরিস্কার-পরিচ্ছন্ন, মশা নিধনের ব্যবস্থা ও পৌরসভায় বসবাসকারী বিভিন্ন বস্তিবাসীর জীবনমান উন্নয়ন সাধন করাসহ ২৩টি উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন বলে ইশতেহারে উল্লেখ করেন আব্দুর রহমান। 

সাংবাদিকদের সামনে এ ইশতেহার তুলে ধরেন মেয়র প্রার্থী আব্দুর রহমান। এসময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জুলফিকার আলীর কঠোর সমালোচনা করে বলেন, তিনি ১০ বছর মেয়র থাকাকালীন তার স্বার্থের উন্নয়ন করেছেন। নাগরিকের কোন উন্নয়ন করেননি।

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ ইব্রাহিম হোসেন, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম ও শেখ কামরুজ্জামান জসিমসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি