ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এমসি কলেজে ধর্ষণ মামলার অভিযোগপত্র গ্রহণ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১২ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় অভিযোগপত্রের উপর শুনানী শেষে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী অভিযোগপত্রটি আমলে নেন। 

অভিযুক্তরা হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন আইনুল, মিসবাউল ইসলাম রাজনক, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এই আট আসামিই বর্তমানে কারাগারে আছে।

এর আগে গত ১০ জানুয়ারি একই আদালতে বাদী পক্ষের আইনজীবী অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত দুই দিনের সময় দেন। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি