ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যন্ত্রণা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

ধামইরহাট সংবাদদাতা

প্রকাশিত : ১৬:০২, ১২ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তয়সর আলী (৬৫) নামের এক বৃদ্ধ। সোমবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত চকমহাদেব এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত তয়সর আলী একই এলাকার মৃত আনার উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- মানসিক ভারসাম্যহীন এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এমতাবস্থায় ওইদিন রাত আনুমানিক ১১টায় তিনি বাড়ির বাইরে বের হন। পরে তিনি আর বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে আজ মঙ্গলবার সকালে তার বড় ভাইয়ের ছেলে বাড়ির পশ্চিম পার্শ্বের একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যুর) মামলার প্রস্তুতি চলছিল।

বিভিন্ন স্থানে চিকিৎসার পরেও কোনও সুফল পাননি দীর্ঘদিন যাবৎ নানা অসুখে ভোগা তয়সর আলী। অভাবের কারণে ভালো চিকিৎসা করাতে না পেরে শরীরের জ্বালা-যন্ত্রণায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি- এমনটাই জানান এলাকাবাসী।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি