ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:১৩, ১২ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে আবারও বেড়েছে ঘন কুয়াশার সাথে শীতের  প্রকোপ। এতে অসহায় হয়ে পড়া ছিন্নমূল ও শীতার্ত মানুষের সহায়তায় সরকারি-বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংস্থা এগিয়ে আসছে।

মঙ্গলবার সদর উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন এলাকায় পাঁচশ’ কম্বল বিতরণ করেছে এপেক্স ক্লাব ঠাকুরগাঁও জেলা শাখা নামের একটি সামাজিক সংগঠন। 

এরই মধ্যে বড় বালিয়ায় দুইশ’অসহায় শীতার্ত এবং শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে তিনশ’ কম্বল বিতরণ করা হয়। 

এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ, সংগঠনের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, এপেক্সিয়ান অধ্যক্ষ জহুরুল ইসলাম (ডিসি-৭), এপেক্সিয়ান উপাধক্ষ্য মাহমুদুল হক সাবু (আইপি এন আইডি), এপেক্সিয়ান জি এম কামরুল হাসান শামীম (জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স ক্লাব সৈয়দপুর), এপেক্সিয়ান রফিকুল ইসলাম রিপন (কোষাধ্যক্ষ, এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁও), এপেক্সিয়ান ইউনুস আলী (ফ্লোর মেম্বার, এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁও) সহ অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি