ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ১৩ জানুয়ারি ২০২১

চার দফা দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তারা সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করে এবং প্রাইভেট পলিটেকনিকের ফি অর্ধেক করার দাবী জানানা। পাশাপাশি এক বছর লস দেয়া যাবে না, ১ম, ৩য়, ৫ম ও ৭ম পবের ক্লাস চালু করে শর্ট সিলেবাস পরীক্ষা নেয়া ও ২০২১ সালের মধ্যে ডুয়েট সহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করার দাবী জানানো হয় মানববন্ধন থেকে। 

এতে বক্তব্য রাখেন, পলিটেকনিক শিক্ষার্থী সাবাব হোসেন, ইমরান খান, দিপ রাফ, আবু নাইম, ইয়ামিন, আরাফাত ইসলাম ও মারজান আক্তার। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি