ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মামলায় নারাজ ট্রাকচাপায় নিহত শিশুর বাবা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৮, ১৩ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা পদ্মা অয়েল লিঃ-এর একটি তেলবাহী ট্রাক চাপায় সুমন মিয়া নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সার কারখানা সড়কের চর চারতলা ইসলামীয়া আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু সুমন মিয়া হোটেল শ্রমিক আবু বক্করের ছেলে। শিশু সন্তানের এমন মৃত্যু সত্ত্বেও কোনও রকম থানা-পুলিশে জড়াতে নারাজ আবু বক্কর।

প্রত্যোক্ষদর্শী সূত্রে জানা যায়, চর চারতলা সার কারখানা সড়কের পাশে হিলার বাড়িতে ভাড়া বাসায় থাকেন হোটেল শ্রমিক আবু বক্কর মিয়া। সড়কের পাশেই দাঁড়িয়ে খেলা করছিল শিশু সুমন। এ সময় আশুগঞ্জ সার কারখানা থেকে বিওসি ঘাটে পদ্মা ওয়েলগামী তৈলবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়। 

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, চর চারতলায় পদ্মা অয়েল লিঃ-এর তেলবাহী ট্রাকের ধাক্কায় ২ বছরের শিশু নিহত হয়েছে। তবে নিহতের পরিবার কোনও মামলা করতে রাজি হয়নি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি