ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাট বিএনপি’র আহ্বায়কসহ ২৩ নেতাকর্মী আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৬, ১৩ জানুয়ারি ২০২১

জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হককে আটক করে নিয়ে আসছে পুলিশ।

জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হককে আটক করে নিয়ে আসছে পুলিশ।

Ekushey Television Ltd.

নাশকতা পরিকল্পনার অভিযোগে জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকসহ ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের প্রধান সড়কে আহ্বায়কের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান সাংবাদিকদের জানান, নাশকতা পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি’র জেলা আহ্বায়ক তার ব্যক্তিগত কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা আহ্বায়কসহ দলটির ২৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে পুলিশের এমন অভিযোগ অস্বীকার করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন ও মাসুদ রানা প্রধান। তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপের পৌর নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই এবং নির্বাচনী কৌশল নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছিল। এ সময় পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি