ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সরকারের বরাদ্দকৃত ৮শ’ ১২ পরিবারের বসতভিটাসহ জমি ফেরত দেয়ার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:১৭, ২৫ মে ২০১৭

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া এলাকায় সরকারের বরাদ্দকৃত ৮শ’ ১২ পরিবারের বসতভিটাসহ জমি ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। 
সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তরা, ১৯৮৩-৮৪ সালে সরকারের দেয়া ৮শ’ ১২ পরিবারের বসতভিটাসহ দখল হয়ে যাওয়া জমি ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার একাংশের সহ-সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, ভুক্তভোগী আব্দুল মালেকসহ অনেকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি