ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে মাদকসহ গ্রেফতার ৭

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ১৪ জানুয়ারি ২০২১

যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১শ’ ইয়াবা, ২২ বোতল ফেনসিডিল ও ৬ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। 

বুধবার (১৩ জানুয়ারি) রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কাউসার আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০), একই থানার বোয়ালিয়া গ্রামের আবুল মোল্লার ছেলে জাকির হোসেন (৩৫), যশোরের কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মহাসিনের ছেলে জাহিদ হাসান (৩০), একই গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে হযরত আলী (২৬), একই থানার পালবাড়ি গ্রামের আলী হোসেনের ছেলে মশিউর রহমান (৩৫), গোপালগজ্ঞের কাশিয়ানী থানার পারকরফা গ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে মিল্টন রহমান (৩০) ও একই জেলার কোতয়ালী থানার বানিয়াবহু পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শাহিন হোসেন (৩৪)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানার পুলিশ বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও মদসহ সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে আজ সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি