ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি :  নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ১৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর জেলে মনির হোসেন মৃধার (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

এর আগে জসিম উদ্দিন ও রাসেল নামে অপর দুই জেলের সঙ্গে নদীতে জাল ফেলতে গেলে নদীর বাদমতলী পয়েন্টে গত শনিবার রাতে ঢাকা-পায়রা বন্দরগামী এ্যাডভেঞ্চার-১১ নামে এক ডবল ডেকার লঞ্চের ধাক্কায় তাদের মাছ ধরার নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হন মমিনপুর গ্রামের মৃত সত্তার মৃধার ছেলে জেলে মনির হোসেন মৃধা। 

তবে হয়রানির জন্য ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করে লঞ্চের সুপারভাইজার মো. নয়ন মৃধা বলেন, ‘ওই রাতে এ্যাডভেঞ্চার-১১ ডাবল ডেকার লঞ্চটি ঢাকা থেকে পায়রা বন্দরে এলেও কোন দুর্ঘটনা ঘটেনি।’

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি