ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দক্ষতা বৃদ্ধিতে নোয়াখালীতে গ্রাম্য চিকিৎসকদের ট্রেনিং শুরু 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ১৪ জানুয়ারি ২০২১

মুজিববর্ষ উপলক্ষে ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এই স্লোগানে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের বিভিন্ন রোগ ব্যাধির প্রাথমিক সেবা প্রদানের ক্ষেত্রে গ্রাম্য চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে রিফ্রেসার্স ট্রেনিং শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন মামুনুর রশীদ কিরণ এমপি।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মাসুম ইফতেখার, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আবদুস সাত্তার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের চিকিৎসকগণ পর্যায়ক্রমে শতাধিক অংশগ্রহণকারীকে এই প্রশিক্ষণ দিবেন। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি