ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাউল সাধক খোদা বকশ শাহের ৩১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণোৎসব 

চুয়াডাঙ্গা প্রাতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৮, ১৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুরে বরেণ্য বাউল সাধক একুশে পদকপ্রাপ্ত খোদা বকশ শাহের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী স্মরণোৎসব শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১০টায় খোদা বকশ শাহের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাউল গানের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বাংলা একাডেমীর সহকারী পরিচালক ড. সাইমন জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় শিল্পী আব্দুল লতিফ শাহ ও রেখা বিশ্বাস এবং তার ভক্তরা গান পরিবেশন করেন। 

দুদিনের এই উৎসবকে ঘিরে সাধকের সমাধি চত্বরে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাউলদের সমাগম ঘটেছে,  বসেছে গ্রামীণ মেলা। আগামীকাল শুক্রবার দুদিনের এই উৎসব শেষ হবে।

খোদা বকশ শাহ স্মৃতি সংসদ ও তার অগণিত ভক্ত অনুরাগীরা প্রতিবছরই তার জন্ম ও মৃত্যুদিন পালন করে আসছে। তিনি জীবদ্দশায় ৯৫০টি গান রচনা করেন। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি