ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৮, ১৪ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ফিরোজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল নামকস্থনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফিরোজ মিয়া নয়াদিল গ্রামের উত্তরপাড়ার মৃত সিকান্দার মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, দুপুরে দুধ বিক্রেতা ফিরোজ মিয়া রেললাইন পাড় হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

রেলওয়ে থানার ওসি শফিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি