ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোর পৌরে নৌকার মাঝি জলি, বড়াইগ্রামে নয়ন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৪, ১৪ জানুয়ারি ২০২১

নাটোর পৌরসভা নির্বাচনে এবারও নৌকার মাঝি হয়েছেন বর্তমান মেয়র ও প্রয়াত সাবেক সাংসদ শংকর গোবিন্দ চৌধুরীর মেয়ে উমা চৌধুরী জলি। আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নাটোর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। 

মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে এবার তিনি দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে অংশ নিবেন। বুধবার (১৩ জানুয়ারি) রাতে দলীয় প্রার্থী হিসেবে উমা চৌধুরী জলির নাম ঘোষণা করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। 

এছাড়া বড়াইগ্রাম পৌরসভায় এবার দলীয় মনোনয়ন পেয়েছেন এলাকার তরুণ নেতৃত্ব মাজেদুল বারী নয়ন।  আগামী ১৭ জানুয়ারী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারী।  

এদিকে মেয়র পদে পুনঃরায় দলীয় মনোনয়ন পাওয়ায় দলের নেতা-কর্মীসহ সমর্থকরা উমা চৌধুরী জলিকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি