ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৩, ১৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সন্ত্রাসী হামলায় আহত নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মাহাবুব রহমান জানান, গত ১০ জানুয়ারি তার বাবা ছানোয়ার হোসেন বাড়ি থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বোড়াবাদুরিয়া এলাকায় পৌঁছালে দত্তপাড়া গ্রামের ৮ থেকে ১০ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তার বাবাসহ দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। 

এর মধ্যে ছানোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে যশোরে মারা যান। পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হামলা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি