ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে টিসিবি’র এজেন্টকে কারাদণ্ডসহ জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৮, ১৪ জানুয়ারি ২০২১

ঠাকুরগাঁয়ে আইন অমান্য করে একই ব্যক্তির কাছে ১৮ জনের নামে বিভিন্ন পণ্য বিক্রির দায়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র জেলা এজেন্ট বিসমিল্লাহ ট্রেডার্স-এর স্বত্বাধিকার জাফর হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রির সময় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম এ দণ্ড প্রদান করেন। 

তিনি জানান, দণ্ডিত ব্যক্তি সরকারি নির্দেশনা ও আইন অমান্য করে একই ব্যক্তির কাছে ১৮ জনের নামে  টিসিবি’র পণ্য বিক্রি করছিলেন। কিন্তু দণ্ডিত এজেন্ট তাদের কোনও তালিকা দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাঁর অপরাধ স্বীকার করেছেন।

এছাড়াও এসময় উপস্থিত অসংখ্য ক্রেতা ও ভোক্তাগণ অভিযোগ করে বলেন, অভিযুক্ত এজেন্ট বাধ্যতামূলকভাবে প্রতিটি ক্রেতার কাছে ১০/১৫ কেজি পিঁয়াজ ছাড়া অন্য কোনও প্রয়োজনীয় পণ্য বিক্রি/সরবরাহ করছিলেন না। এতে অনেক ক্রেতা ও ভোক্তা খালি হাতে ফিরছেন এবং হয়রানীর শিকার হচ্ছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি