চুয়াডাঙ্গায় গাঁজা সদৃশ গাছ উদ্ধার
প্রকাশিত : ১৩:৫৪, ১৫ জানুয়ারি ২০২১
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের আবাসিক এলাকায় বিপুল সংখ্যক গাঁজা সদৃশ গাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক গাছ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আবু জিহাদ খান।
তিনি জানান, ‘সদর হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজা গাছের মতো অসংখ্য গাছ রয়েছে- এমন সংবাদ পেয়ে গতকাল সন্ধ্যায় অভিযান চালানো হয়। ওই এলাকায় আট-নয়টি জায়গা থেকে পাঁচ শতাধিক গাছ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এটি গাঁজার ভিন্ন জাত হতে পারে।’
ওসি আরও জানান, ‘গাছগুলো পরীক্ষার জন্য রাজশাহী মাদক পরীক্ষাগারে পাঠানো হবে। গাঁজা গাছ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান জানান, ‘গাঁজা সদৃশ গাছ বেড়ে ওঠার বিষয়টি আমার জানা ছিল না। লোকবল সংকটের কারণে ওই এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালের আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। ’
এআই/এসএ/
আরও পড়ুন