ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দোহারে শহীদ মিনার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৭, ১৫ জানুয়ারি ২০২১

ঢাকার দোহার উপজেলায় শহীদ মিনার উদ্বোধন ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এ শহীদ মিনার উদ্বোধন করা হয়।

পরে দোহার গণকল্যাণ সোসাইটির সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডম। এছাড়া জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে সংগঠনটি।

লায়ন আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডমের মো. নজরুল ইসলাম, ওয়াহিদুর রহমান আজাদ, ডা. শহীদুল ইসলাম, নিখিল চন্দ্র গুহ, মো. মোস্তফা কামাল সহ অন্যান্য সদস্যগণ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এস.এম বিপ্লব হোসেন।
কে আই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি