ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দোহারে দেয়াল চাপায় নারী নিহত

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০২, ১৫ জানুয়ারি ২০২১

ঢাকার দোহারে দেয়াল চাপায় শিউলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লক্ষিপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী বেগম স্থানীয় শেখ আবজালের স্ত্রী।

স্থানীয়রা জানান, শিউলী শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে স্বামীকে খেতে দিয়ে তরকারি আনার জন্য রান্নাঘরে যায়। রান্নাঘর থেকে ফেরার সময় প্রতিবেশির বাড়ির পুরাতন সীমানা প্রাচীরের দেয়াল ধসে শিউলীর উপর পড়লে সে গুরুত্বর আহত হয়। স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহার থানার ডিউটি অফিসার নয়ন মিয়া জানান, এ বিষয়ে থানায় এখনও কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে দেখছি। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি