ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোংলায় বিএনপি-স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ কাউন্সিলরদের ভোট বর্জন

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ১৬ জানুয়ারি ২০২১

কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট শুরুর মাত্র দুই ঘণ্টার মাথায় মোংলা পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলরা ভোট বর্জন করেছেন। আজ শনিবার সকাল ১০টায় বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে ভোট বর্জনের কথা জানান। এ সময় বিএনপি সমর্থিত সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

মেয়র প্রার্থী জুলফিকার আলী অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর সাথে সাথেই প্রতিটি কেন্দ্রে দখল করে আ’লীগ সমর্থিতরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখিয়ে এবং সাধারণ ভোটারদের বাধা প্রদান করে।’ এছাড়া প্রতিটি কেন্দ্রে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এই মেয়র প্রার্থী। 

এ সময় তিনি দাবি করেন, ‘প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি পাননি।  ভোটের আগের দিন রাতভর তার কর্মী সমর্থকদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও মারধর করেছে।’

জুলফিকার আলী বলেন, ‘স্বাধীন দেশে এই রকম পরিবেশ হতে পারে না, পুরোপুরি বাকশাল কায়েম করা হয়েছে। গতরাতে তার ২৭ জনসহ অর্ধশত লোকজনকে মারধর করে আহত করা হয়েছে।’

কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন বলেন, ‘ভোটারদের উপস্থিতি ভাল থাকলেও তাদেরকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, জোর করে তাদের ভোট নেয়া হচ্ছে।’

অপর কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম র‌্যাব-পুলিশের উপস্থিতিতে তাকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। 

কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ‘ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেস ক্লাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লাঞ্চিত হতে হয়েছে। এছাড়া অনেক স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী নির্বাচন বর্জন করেছেন বলে জানা গেছে।  
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি