ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভবানীগঞ্জে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৩, ১৬ জানুয়ারি ২০২১

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক। ভোট দিতে কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ তুলে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘সকাল ১০টার দিকে কয়েকজন সমর্থক নিয়ে তিনি শহীদ সেকেন্দার মেমরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী সমর্থকরা তাকে কেন্দ্রে যেতে বাধা দেয় এবং লাঞ্ছিত করে। পরে ভোট না দিয়ে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। বিষয়টি সাথে সাথে রিটার্নিং অফিসারকে জানানো হলেও কোন পদক্ষেপ নেননি।’

তবে জেলা প্রশাসক ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘পৌরসভার সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি। ফলে ভোট বর্জনের কোন পরিস্থিতি তৈরি হয়নি।’

ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলরের পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১৪ হাজার ৪০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

এছাড়াও রাজশাহীর অপর দুটি পৌরসভা বাঘা উপজেলার আড়ানী ও গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি