শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল শীতকালীন পিঠা উৎসব
প্রকাশিত : ১৬:৫৪, ১৬ জানুয়ারি ২০২১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শীতকালীণ পিঠা উৎসব। শুক্রবার সন্ধায় শ্রীমঙ্গল রাধানগর এলাকায় এসকেডি “আমার বাড়িতে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন শ্যামলী পরিবহনের সত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি রমেশ চন্দ্র ঘোষ।
অবসর যাপন কেন্দ্র “আমার বাড়ির” আয়োজনে পিঠা উৎসবে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্যদেন আমার বাড়ির সত্ত্বাধিকারী সজল কুমার দাশ, আমার বাড়ির পরিচালক সোমা দাশ, আবাসন সেবা সংস্থা শ্রীমঙ্গল এর সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুছা, অধ্যাপক অবিনাশ আচার্য, চন্দন ঘোষ, রাজু ঘোষ ও শ্যামলী মৌলভীবাজার কাউন্টার এর পরিচালক সোহেল আহমদ।
বক্তারা বলেন, পৌষ সংক্রান্তিতে সিলেট অঞ্চলের সনাতন ধর্মালম্বীর ঘরে ঘরে পিঠা পুলির আয়োজন করা হয়। এই পিঠাপুলি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে বিলিয়ে দিতে এ পিঠা উৎসবের আয়োজন।
এ পিঠা উৎসবে প্রায় ১০জন রমনী প্রায় ৩০ জাতের দেশীয় পিঠা তৈরী করেন।
আরকে//
আরও পড়ুন