ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মসজিদে এসি বিস্ফোরণ

আত্মসমর্পণ করেই জামিন পেলেন ২২ আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ১৭ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় সিআইডির চার্জশিটভুক্ত ২২ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তারা জামিনের আবেদন করলে আদালত তাদের ২২ জনেরই জামিন মঞ্জুর করেন। 

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টন-এর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।  

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, সিআইডির চার্জশিটভুক্ত ২২ জন আদালতে আত্মসমর্পণ করেছে। পরে আদালতে তারা জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে ২২ জনকেই এক মাসের জামিন মঞ্জুর করেন।

গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে এশার নামাজ পড়তে যাওয়া ৩৭ জন মুসল্লি ও এক পথচারী দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান। 

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার পুলিশ উপপরিদর্শক হুমায়ুন কবির বাদি হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি